ইউক্রেনে পশ্চিমা সহায়তা: ৬০ যুদ্ধযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, আরও ১২টি দেবে ফ্রান্স

|

ছবি : সংগৃহীত

নতুন বছরে নতুন উদ্যোমে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে পশ্চিমারা। সম্প্রতি দেশটিতে ৬০টি যুদ্ধযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ঘোষিত সামরিক প্যাকেজের অংশ হিসেবে তারা এ সহায়তা পাঠিয়েছে। এছাড়া চলতি মাসে ১২টি সামরিক যান পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। তবে দেশটির কাছে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ চায় জেলেনস্কির সেনারা। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ইউক্রেনকে সহায়তা দেয়ার তালিকা দিনদিন দীর্ঘ হচ্ছে। সম্প্রতি পশ্চিমাদের কাছে ফাইটার জেট চেয়েছে ইউক্রেন। তবে যুদ্ধবিমান দেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র-জার্মানি। এবার যুদ্ধবিমান না দেয়ার তালিকায় যুক্ত হলো ফ্রান্স। তবে চলতি মাসে ইউক্রেনে ১২টি এইচ-ইটজার পাঠাবে দেশটি।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকরনু বলেন, আমাদের বার্তা স্পষ্ট। ইউক্রেনকে কোনো প্লেন দেয়া হবে না। ইউক্রেনের মন্ত্রী তার সামরিক বাহিনীর যা প্রয়োজন তা আমাদের জানিয়েছে, যুদ্ধবিমানও তার অংশ ছিল। আমাদের মধ্যে ইউক্রেনীয় পাইলটদের ফাইটার জেট চালানোর প্রশিক্ষণ দেয়া নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, সামরিক বাহিনী ও গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। দখলদারদের মোক্ষম জবাব দেয়া ইতোমধ্যে শুরু করেছে আমাদের সেনারা। ইউক্রেনীয়রা সবাই একসাথে কাজ করছে। কেবল রাশিয়ার পরাজয়ই নিশ্চিত করা নয়, আমরা চাই তাদের প্রতিশোধ নেয়ার আশাও যেন শেষ হয়ে যায়।

প্রসঙ্গত, নতুন বছরে প্রথম ধাপে ১২টি দেশ থেকে অন্তত ১৪০টি ট্যাঙ্ক পাওয়ার প্রত্যাশা ইউক্রেনের।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply