ইরানে প্রকাশ্যে নাচায় যুগলকে ১০ বছরের কারাদণ্ড

|

আমির ও আস্তিয়াজ দুইজনই ইন্সটাগ্রামের জনপ্রিয় ব্লগার।

রাস্তায় প্রকাশ্যে নাচার দায়ে এক যুগলকে দশ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে ইরানে। সম্প্রতি তেহরানের একটি আদালত ঘোষণা করে এ রায়। দুর্নীতি, পতিতাবৃত্তি ও প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ওই যুগলের বিরুদ্ধে। খবর বিবিসির।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন আমির মোহাম্মদ আহমাদি ও তার বাগদত্তা আস্তিয়াজ হাকিকি। ভিডিওতে দেখা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে নাচছেন তারা। ভিডিওটি ভাইরাল হলে, ওই মাসেই তাদের গ্রেফতার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, নারীদের পোশাকের স্বাধীনতার দাবিতে ছড়ানো আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের কঠোর এ শাস্তি দেয়া হলো।

যদিও অভিযুক্তদের দাবি, বিক্ষোভের সাথে ওই ভিডিও’র কোনো সংশ্লিষ্টতা নেই। আমির ও আস্তিয়াজ দুইজনই ইন্সটাগ্রামের জনপ্রিয় ব্লগার। তাদের বয়স মাত্র ২১ ও ২২ বছর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply