কিছুতেই ঠেকানো যাচ্ছে না আদানি গ্রুপের শেয়ারের দরপতন

|

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সহায়তা, কিংবা ইসরায়েলে বিনিয়োগ-কোনো কিছুতেই ঠেকানো যাচ্ছে না ভারতের আদানি গ্রুপের দরপতন।

বুধবার (১ ফেব্রুয়ারি) শেয়ারবাজারে আরও এক দফা ভয়াবহ পতন হয়েছে আদানি গ্রুপের সব কয়টি কোম্পানির। এরমধ্যে, আদানি এন্টারপ্রাইজের দর পড়েছে ২৭ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের বাকি ৯ কম্পানির দাম কমেছে, দিনে যতোটা কমা যায় ততো। ফলে, একদিনে, আরও প্রায় ১৬ বিলিয়ন ডলারের সম্পত্তি কমেছে, গোষ্ঠিটির মালিক গৌতম আদানির।

এতে ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীর তালিকায় ১৫ নম্বরে নেমে গেছেন তিনি। হারিয়েছেন এশিয়ার শীর্ষ ধনীর তকমাও। পতন ঠেকাতে, আদানি গ্রুপের কিছু প্রতিষ্ঠানের একদিনে দরপতনের সর্বোচ্চ সীমা ২০ শতাংশ থেকে ১০ শতাংশে এগিয়ে এনেছে ভারতের পুঁজিবাজার কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply