সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু

|

ওয়েবসাইট উদ্বোধন করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন থেকে একজন ব্যবহারকারী সুপ্রিমকোর্টের ওয়েবসাইটটি তার সুবিধামতো বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে দেখতে পারবেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটের বাংলা সংস্করণের উদ্বোধন করেন।

বাংলাদেশ সুপ্রিমকোর্টের ওয়েবসাইট একটি তথ্যবহুল, জনমুখী ও জনবান্ধব ওয়েব পোর্টাল। দেশের আপামর জনসাধারণ, বিচারপ্রার্থী, আইনজীবী, আইনের শিক্ষার্থী ও গবেষকসহ দেশ ও দেশের বাইরের যেকোনো ব্যক্তি এ ওয়েবসাইট থেকে সুপ্রিম কোর্টের মামলা-সংক্রান্ত ও অন্যান্য তথ্য পেয়ে থাকেন। তবে এতোদিন বাংলা সংস্করণ না থাকায় এ ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে বেগ পেতে হতো। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মহান ভাষার মাসের শুরুতেই মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলায় রায় দিয়েছে কয়েকটি বেঞ্চ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply