বিরল প্রজাপতিতে ছেঁয়ে গেছে যুক্তরাষ্ট্র

|

ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনায় দেখা মিলছে বিপুল পরিমাণ মোনার্ক প্রজাপতির।

শীতে রঙবেরঙের বিরল মোনার্ক প্রজাপতিতে ছেঁয়ে গেছে যুক্তরাষ্ট্র । এ বছরই সর্বোচ্চ পরিমানে দেখা মিলেছে বিরল এই রাজ-প্রজাপতির। খবর বিবিসি ওয়াইল্ডলাইফ ম্যাগাজিনের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা বিভাগ।

জানা গেছে, ক্যালিফোর্নিয়া-অ্যারিজোনাসহ বেশকিছু রাজ্যে ঘুরে বেড়াচ্ছে বিপুল পরিমাণ বিরল রাজ প্রজাপতি ‘মোনার্ক’। যা দেখে উৎসুক মার্কিনবাসীরা। এর আগে, বিভিন্ন কারণে ২০২০ সালের পর রঙিন প্রজাপতিগুলো অনেকাংশেই কমতে থাকে। কিন্তু, এ বছর শীতে দেখা মিলেছে বিপুল সংখ্যক বিরল এ প্রজাপতির। যা গত ছয় বছরের তুলনায় অনেক বেশি। তবে, সংখ্যায় কমেছে কমলা ও কালো প্রজাতির সংখ্যা।

গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও কৃষিকাজে কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারই প্রজাপতির সংখ্যা কমে যাওয়ার জন্য দায়ী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply