১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ফায়ারিংয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ

|

প্রথমবারের মতো ১২০ কিলোমিটার রেঞ্জের মিসাইল ফায়ারিংয়ের যুগে প্রবেশ করলো বাংলাদেশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের টেকনাফের শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ঘণ্টাব্যাপী ফায়ারিংয়ের মধ্য দিয়ে সূচনা হলো এ ঐতিহাসিক যুগের।

সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের টাইগার এমএলআরএস এর যৌথ জাহাজীকরণোত্তর ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যরত সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন যুগোপযোগী এক পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতা সম্পন্ন মিসাইল ফায়ারিং নিঃসন্দেহে একটি উল্লেখ্যযোগ্য ঘটনা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply