চট্টগ্রামে দুর্নীতির অভিযোগে প্রগতির এমডিকে অপসারণের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

|

এমডিকে অপসারণের দাবিতে মিছিলরত শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ব একমাত্র গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এমডির অপসারণ দাবিতে আধাবেলা কর্মবিরতি পালন করেছেন প্রগতি ইন্ডাস্ট্রিজের শ্রমিক-কর্মচারীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বাড়বকুন্ডে কারখানা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পাশাপাশি প্রগতির এমডি তৌহিদুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময়, ব্যাপক অনিয়ম দুর্নীতি লুটপাটের কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়া হতে বসেছে দাবি করে আন্দোলনকারিরা অবিলম্বে এমডি’কে অপসারণের দাবি জানান।

এর আগে, গত ২৫ জানুয়ারি নগরীর আগ্রাবাদে এমডির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন শ্রমিক ও কর্মচারীরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply