গাইবান্ধায় ২ ঘণ্টা পর উদ্ধার হলো ২৫ ফুট গভীর কূপে আটকে পড়া শ্রমিকের মরদেহ

|

কূপের ভেতরে নেমে বালতি দিয়ে কাদামাটি সরিয়ে রশি বেঁধে সাহারুলকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কূপ খননের সময় পড়ে গিয়ে অন্তত ২৫ ফুট গভীরে আটকে পড়া শ্রমিক সাহারুল ইসলাম (১৯) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। ২ ঘণ্টা চেষ্টার পর কূপের ভেতরের কাদামাটি সরিয়ে বিকেল ৫টার দিকে সাহারুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ৩টার দিকে গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় নির্মাণ শ্রমিক সাহারুল ইসলাম একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, একই গ্রামের শিপন মিয়ার বাড়িতে একটি কূপ খননের কাজ করছিলেন সাহারুলসহ আরও কয়েকজন শ্রমিক। কাজ করার এক পর্যায়ে হঠাৎই কূপে পড়ে যান সাহারুল। এ সময় পাশের আরেকটি খনন করা কূপের বালু-মাটিও ধ্বসে পড়লে ২৫ ফুট গভীরের কাদা মাটির নিচে চাপা পড়েন সাহারুল। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, দুই ঘণ্টা চেষ্টার পর সাহারুলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ভেতরের কাদা পানিতে আটকে ছিলেন সাহারুল। ফায়ার সার্ভিস কর্মীরা কূপের ভেতরে নেমে বালতি দিয়ে কাদামাটি সরিয়ে রশি বেঁধে তাকে উদ্ধার করেন বলে জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply