তহবিল শূন্য বলে মানুষের পকেট কাটতে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার: ড. মোশাররফ

|

সরকারের তহবিলে টাকা নেই। তাই মানুষের পকেট থেকে টাকা লুট করে নিতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগন বিএনপির গণপদযাত্রায় তিনি এ মন্তব্য করেন। বললেন, বিএনপির এই কর্মসূচি সরকারের বিদায়ের আগাম পদযাত্রা। সরকার নিয়ম ছাড়া বিদ্যুতের দাম বাড়িয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার।

পদযাত্রায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিস্ট সরকারের অধীনে চলছে বাংলাদেশ। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়িয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply