অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৯

|

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার দিবাগত মধ্যরাতে মহেশপুর উপজেলার বাশাবাড়ীয়া গ্রামের মাটিলা বিওপির টহলদল তাদের আটক করে।

আটককৃতরা হলো- খুলনা জেলার রাজাপুর গ্রামের সাকিব (২৩), আল আমিন হাওলাদার (৩৪), হাসান (২৪), আমিন হাওলাদার (১৯), বাগেরহাট জেলার ছোটপরি গ্রামের হামিদা বেগম, নাগেরবাজার গ্রামের হাবিবুর রহমান মৃধা (২৯), নড়াইল জেলার চানপুর গ্রামের হাসিনা বেগম (৩৪), খুলনার ইখড়িআলকলি গ্রামের জোসনা সরদার (৩০) এবং সানিয়া (০২)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত সকলেই বাংলাদেশি নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা প্রত্যেকই বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারত যাওয়ার চেষ্টা করছিল।

তিনি আরও জানান, সীমান্ত পিলার- ৫৪/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার/চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply