যুক্তরাষ্ট্রে তুলে নেয়া হচ্ছে কোভিড-১৯ বিধিমালা

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তুলে নেয়া হচ্ছে কোভিড-১৯ বিধিমালা। আগামী ১১ মে থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। কংগ্রেসকে এ ব্যাপারে অবহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এপি নিউজের।

সোমবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস কর্তৃপক্ষ। জানানো হয়, কোভিড-১৯ ভাইরাস শনাক্তের প্রায় তিন বছর পর বিশ্ব আবার পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে। আগামী ১১ মে থেকে কোভিড বিধিমালা তুলে নেয়ার মাধ্যমে সে পথে যাত্রা করবে যুক্তরাষ্ট্র। সেই সাথে, ফেডারেলে কাজ করা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বাধ্যতামূলক ভ্যাকসিন গ্রহণের নিয়মও তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

করোনার বিস্তার রোধে তিন বছর আগে জারি করা হয়েছিলো কোভিড সংক্রান্ত কঠোর বিধিনিষেধ। বেশ কয়েক দফা জনস্বাস্থ্য বিষয়ক এই নীতিমালার সময়সীমা বর্ধিত করা হয়। দেশটিতে জনস্বাস্থ্য বিষয়ক কোনো নীতিমালা বাতিল করার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ৬০ দিনের নোটিশ দেয়ার নিয়ম রয়েছে।

আরও পড়ুন: তিন সন্তান নীতিও বাদ, চীনের সিচুয়ান প্রদেশে যতো ইচ্ছা সন্তান জন্ম দেয়ার অনুমতি

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply