আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মুরালি বিজয়

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন সাবেক ভারতীয় ওপেনার মুরালি বিজয়। টুইট বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন তিনি।

৩৮ বছর বয়সী বিজয় এক বিবৃতিতে বলেছেন, আজ আমি অনেক কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ২০০২-২০১৮ পর্যন্ত আমার পথচলা ছিল জীবনের চমৎকার সময়। ক্রিকেটের শীর্ষ পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করা ছিল সম্মানের।

২০১৮ সালের পর জাতীয় দলের জার্সিতে সুযোগ মেলেনি তামিলনাড়ুর এই ক্রিকেটারের। ক্ষুব্ধ হয়ে বিসিসিআইয়ের বিরুদ্ধে মুখও খোলেন তিনি। এরপরই হঠাৎ অবসরের সিদ্ধান্ত জানান তিনি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে ভারতীয় দলে অভিষেক হয় বিজয়ের। সব ফরম্যাটে ভারতের হয়ে ৮৭টি ম্যাচ খেলেন তিনি। ৬১ টেস্টে ৩৮ গড়ে করেন ৩ হাজার ৯৮২ রান। আইপিএলে ১০৬ ম্যাচে খেলে করেছেন ২ হাজার ৬১৯ রান। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে সফল সময় কাটিয়েছেন তিনি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply