আবারও আন্দোলনে চবির চারুকলার শিক্ষার্থীরা

|

দাবি বাস্তবায়ন না করায় আবারও আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর বাদশাহ মিয়া সড়কের চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মূল ফটকে তালা দেয়ায় ভিতরে প্রবেশ করতে পারেননি কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, দীর্ঘ ৮২ দিন বন্ধ থাকার পর গত ২২ জানুয়ারি প্রশাসনের আশ্বাসে ক্লাসে ফেরেন তারা। কিন্তু সাত দিনের মধ্যে মূল ক্যাম্পাসে ফেরত যাওয়াসহ চার দফা মানার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় অবরোধ কর্মসূচি দেয়া হয়। আর আশ্বাস নয়, এবার মূল ক্যাম্পাসে ফেরত যাওয়ায় একমাত্র দাবি- বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত বছরের নভেম্বর থেকে চট্টগ্রাম শহর থেকে ২২ কি.মি দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবিতে বিক্ষোভ করে আসছেন চারুকলার শিক্ষার্থীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply