রূপগঞ্জে সৌদি প্রবাসী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

|

ছবি: প্রতীকী

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৌদি প্রবাসী রাজিয়া আক্তারের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি টাকা না দেয়ায় স্বামী তাকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় স্বামী আক্তার হোসেনকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া আক্তার মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

নিহতের পরিবার জানায়, দু’বছর পূর্বে রাজিয়া আক্তার পার্শ্ববর্তী সোনাবো গ্রামের তারা মিয়ার ছেলে আক্তার হোসেনকে বিয়ে করেন। বিয়ের পরপরই রাজিয়া প্রবাসে চলে যান। গত একমাস পূর্বে তিনি ছুটিতে দেশে আসলে টাকা চাওয়া নিয়ে স্বামীর সাথে দ্বন্দ্ব চলছিল রাজিয়ার। সোমবার সকালে ঘরের দরজা খোলা দেখে রাজিয়ার পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এ সময় সেখান থেকে স্বামী আক্তারকে আটক করে র‍্যাবের হাতে সোপর্দ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply