কোপা দেল রে’র সেমিতে এল ক্ল্যাসিকো মহারণ

|

ছবি: সংগৃহীত

কোপা দেল রে’র ২য় সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পর, ফের এল ক্ল্যাসিকো দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। প্রথম সেমিফাইনালে লড়বে ওসাসুনা- অ্যাতলেটিকো বিলবাও।

রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে বুধবার (৮ ফেব্রুয়ারি)। দ্বিতীয় লেগ হবে বৃহস্পতিবার (২ মার্চ) বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে।

ছবি: সংগৃহীত

২০১৩-১৪ মৌসুমে শেষবারের মতো কোপা দেল রে’র চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর, ৯টি বসন্ত পেরিয়ে গেলেও চ্যাম্পিয়নের স্বাদ পায়নি লস ব্ল্যাঙ্কসরা। এবছরে চ্যাম্পিয়ন হওয়ার আগে রিয়ালের সবচেয়ে বড় বাঁধা বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এই বার্সার কাছে পাত্তাই পায়নি রিয়াল। তাইতো প্রতিশোধ নেয়ার মিশনে নিজেদের শতভাগ উজাড় করতে প্রস্তুত থাকবে ভিনিসিয়াস- বেনজেমা-রদ্রিগোরা।

ছবি: সংগৃহীত

অন্যদিকে বার্সালোনার জন্য রয়েছে মধুর স্মৃতি। সদ্য শেষ হওয়া স্প্যানিশ সুপার কাপে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নের জৌলুস নিয়েই প্রস্তুত থাকবে জাভির শিষ্যরা। এছাড়াও, লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি ফর্মের তুঙ্গে রয়েছে পেদ্রি-গাভি- লেভানদোভস্কিরা।

কোপা দেল রে’র সেমিফাইনাল প্রথম লেগ:

ওসাসুনা- অ্যাতলেটিকো বিলবাও (৮ ফেব্রুয়ারি)

রিয়াল মাদ্রিদ- বার্সেলোনা (৮ ফেব্রুয়ারি)

কোপা দেল রে’র সেমিফাইনাল দ্বিতীয় লেগ:

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ (২ মার্চ)

অ্যাতলেটিকো বিলবাও- ওসাসুনা (২ মার্চ)

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply