চবি উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ভাঙচুর

|

আটকে আছে শিক্ষার্থীবাহী শাটল ট্রেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা চলছিল বলে জানা গেছে। ভাঙচুরের ঘটনার সময় উপাচার্য, উপ-উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যরা ভেতরে থাকলেও কারো কোন ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করেই কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ে এসে সেখানে থাকা ফুলের টব ও কাঁচের কাপ, প্লেট ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয়ের একটি সুত্রে জানা গেছে, একজন ছাত্রলীগ নেতাকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়া ও নিয়োগের ক্ষেত্রে বিএনপি জামায়াত সংশ্লিষ্টদের নিয়োগ দেয়ায় ভাঙচুর চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। পরে, বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী শাটল ট্রেনও আটকে দেয়।

এদিকে, ভাঙচুরের ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply