পাকিস্তানে নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ৩২, আহত শতাধিক

|

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে নামাজের সময় হঠাৎ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছেন অন্তত ১৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ানের।

জানা গেছে, সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে নামাজের সময় ২ শতাধিক মুসল্লি একত্রিত হন ওই মসজিদে। মসজিদটি পুলিশ লাইনের কাছাকাছি হওয়ায় সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন বেশ কিছু পুলিশ সদস্যও। তবে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মসজিদের একাংশ ধসে পড়ে। ধসে পড়া অংশের নিচে চাপা পড়েছেন অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

মসজিদে নামাজ পড়তে আসা পুলিশ সদস্যরাই হামলার মূল টার্গেট ছিল বলে জানিয়েছে বিবিসি। হামলার সময় ওই অঞ্চলে ৩০০-৪০০ জন পুলিশ সদস্য উপস্থিত ছিল বলেও জানা গেছে।

পুলিশ বলছে, হামলাকারী মসজিদের ভেতরেই উপস্থিত ছিল। নামাজে সামনের সারিতে থেকেই এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীই এ হামলার দায় স্বীকার করেনি।

এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদের ধ্বংসস্তুপের নিচ থেকেও ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply