রমজান উপলক্ষ্যে আমদানি হচ্ছে ৪০ হাজার টন ফল

|

রমজানকে কেন্দ্র করে ৪০ হাজার টন ফল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ফল আমদানিকারক অ্যাসোসিয়েশন। বলা হয়েছে, জাহাজীকরণে সময়মতো পণ্য খালাস হলে দাম কমবে। সহযোগিতার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরও।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ ফল আমদানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, জাহাজীকরণের মাধ্যমে পণ্য দ্রুত খালাস হলে দাম কমবে। অন্যথায় রমজানে এর নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে, রমজানে ফলের দাম স্বাভাবিক রাখতে পোর্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো আমরা। পাশাপাশি ব্যবসায়ী কমোডিটিসহ সব সংস্থার অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply