সিলেটে দেখা নেই বিসিবি কর্তাদের; রিপোর্ট প্রকাশের পর খেলা দেখতে আসলেন পাপন

|

সিনিয়র রিপোর্টার:

বিপিএলে নানা ধরনের সমালোচনার রসদ জুগিয়ে যাচ্ছিল আম্পায়ারিংয়ের মান, বিদেশি খেলোয়াড়দের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর যোগাযোগের অস্পষ্টতা। এবার খোদ বিসিবি কর্তারাই বিপিএলের সিলেট পর্বে তাদের অনুপস্থিতির মাধ্যমে নতুন আলোচনার খোড়াক জুগিয়েছেন। যমুনা টেলিভিশনে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়েছে বিসিবি কর্তাদের। খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সিলেট এসেছেন খেলা দেখতে। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছে সিলেট। স্টেডিয়ামের নানা প্রান্তে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে প্ল্যাকার্ড।

সিলেটের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক। বিপিএলের প্রতি সিলেটবাসীর এমন আগ্রহও কোনো বিকার তৈরি করতে পারেনি বোর্ড কর্তাদের মাঝে। গ্যালারি ভর্তি দর্শকের ছবি মাঠে বসে দেখতে ঢাকা থেকে আসেননি বিসিবির কোনো কর্মকর্তা। সভাপতি যেমন ছিলেন না, তেমনি দেখা মেলেনি গভর্নিং কাউন্সিলের কোনো সদস্যের। ম্যাচ সংখ্যা কম হওয়ায় হতাশার কথাও শোনা যায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের মুখে।

গত ২৯ জানুয়ারি এ প্রসঙ্গে যমুনা টেলিভিশনে একটি প্রতিবেদন প্রকাশের পর অবশ্য দেখা গেছে অবস্থার পরিবর্তন ঘটাতে নেয়া কিছু পদক্ষেপ। বোর্ড কর্তাদের নিয়ে খেলা দেখতে সিলেটের পথে রওনা হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার কিছু আগে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হন তিনি। বোর্ড সভাপতির আগমন ঘিরে নতুন করে সেজেছে সিলেট স্টেডিয়াম। মূল ফটকসহ বেশ কিছু জায়গায় নাজমুল হাসান পাপনের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ঝুলতে দেখা গেছে। গ্যালারিতে যখন নেই তিল ধারণের জায়গা, সেখানে সিলেটের ভিআইপি বক্সের শূন্যতাও বোধহয় এবার ঘুচতে যাচ্ছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply