ট্যাংকের পর আবার যুদ্ধবিমান চাওয়া ইউক্রেনের বাড়াবাড়ি: জার্মানি

|

লেপার্ড-টু ট্যাংক দেয়া হলেও ইউক্রেনকে কোনো ধরনের যুদ্ধবিমান দেবে না জার্মানি। কিয়েভের অনুরোধ এবার সরাসরি প্রত্যাখান করলো দেশটি। যুদ্ধ বিমান না দেয়ার সিদ্ধান্ত ইউক্রেনকে সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। বলেছেন, ইউক্রেনের এই আহ্বান বাড়াবাড়ি। খবর ভয়েজ অব আমেরিকার।

চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, অত্যাধুনিক লেপার্ড ট্যাংক সরবরাহের ঘোষণা দেয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেয়া হবে না ইউক্রেনকে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জার্মানিসহ ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্রের আহ্বান করে ইউক্রেন। এরমধ্যে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, দূর পাল্লার কামান ও ট্যাংক অন্যতম।

সবশেষ অত্যাধুনিক লেপার্ড-টু ট্যাংক পাওয়ার পর জার্মানির কাছে যুদ্ধবিমান ও সাবমেরিন চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এরই প্রতিক্রিয়া জানিয়েছেন ওলাফ শোলজ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply