মধ্যপ্রাচ্য সফরে ব্লিংকেন

|

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন রোববার মিশর দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করছেন। এ সফরকালে তিনি মার্কিন প্রভাব দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা কমানোর চেষ্টা করবেন। ব্লিংকেন সোমবার ও মঙ্গলবার জেরুজালেম ও রামাল্লা সফর করবেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের নবগঠিত ডানপন্থী সরকারের সাথে সাক্ষাতের জন্যে ব্লিংকেনের সফর নিয়ে দীর্ঘদিনের পরিকল্পনা থাকলেও বর্তমানের ভয়াবহ সহিংস বাস্তবতায় এ সফর জরুরি হয়ে পড়েছিল। ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভিড্যান্ট প্যাটেল সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেছেন, ব্লিংকেন উত্তেজনা কমাতে দৃঢ় পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন। এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতার প্রেক্ষিতে ব্লিংকেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply