আবারও জ্বালানির দাম বাড়ালো পাকিস্তান

|

পাকিস্তানে আরও এক দফা পেট্রোল ও ডিজেলের দাম বাড়লো। মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের রুপির ক্রমাগত দরপতন এবং ঋণ নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের পাকিস্তান সফরের কয়েক দিন আগে দেশটিতে জ্বালানির দাম বাড়ানো হলো। খবর আলজাজিরার।

রোববার (২৯ জানুয়ারি) পাকিস্তানের অর্থমন্ত্রী ঈশাক দার জ্বালানির নতুন দাম ঘোষণা করেছেন। এতে ডিজেল ও পেট্রোলের দাম লিটারে ৩৫ রুপি বেড়েছে।

খবরে বলা হয়, পেট্রোলের দাম এখন প্রতি লিটার ২৪৯ রুপি ও ডিজেল ২৬৩ রুপি। অর্থমন্ত্রীর ঘোষণার মাত্র ১০ মিনিট পরই বেলা ১১টা থেকে জ্বালানির নতুন দাম কার্যকর হয়েছে।

ঈশাক দার বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পাকিস্তানের রুপির ক্রমাগত দরপতনের বিষয়টি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হলো। জ্বালানি তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্তৃপক্ষের পরামর্শের পর সরকার দ্রুততার সঙ্গে তা বিবেচনা করে জ্বালানির দাম বাড়িয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলো বলছে, বাজারে কৃত্রিম সংকট ও অবৈধভাবে মজুত করায় জ্বালানির দাম বেড়েছে। এসব মোকাবেলায় তাৎক্ষণিক বিবেচনায় নতুন দাম নির্ধারিত হলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply