ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখনও বড় বাধা দুর্নীতি: সিপিডির জরিপ

|

দেশে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখনও বড় বাধা দুর্নীতি। অবকাঠামো নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) করা বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্টের প্রতিবেদনে এমন পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ব্যবসায়ীদের মধ্যে জরিপের মাধ্যমে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, ২০২১ এর তুলনায় ২০২২ সালে ব্যবসার পরিবেশ দুর্বল ছিল। কর কাঠামোতেও ভারসাম্য আনা যায়নি। সড়ক, রেল ও নৌপথে অনেক অবকাঠামো মানসম্মত নয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিদেশি সহযোগীদের কাছ থেকে ‘গ্রিন সিটি’ নির্মাণে আলাদা ঋণ আসা উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। এতে পরিবেশ দূষণ কমবে। আইটি সেবার পরিধি বাড়লেও ডিজিটাল বৈষম্য বাড়ছে। রুশ-ইউক্রেন যুদ্ধকে ঘিরে ব্যবসায় মাথাচাড়া দিয়েছে মূল্যস্ফীতি, বিদেশি মুদ্রা সংকট ও অস্থিতিশীল নীতির মতো নতুন চ্যালেঞ্জ।

এ অবস্থায় ব্যাংক কোম্পানি আইন সংশোধন ও সুদ হার সীমা উন্মুক্ত করার পরামর্শ দিয়েছে সিপিডি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply