লিডারশিপ এক্সিলেন্স সামিটে শহীদুজ্জামান রাজসহ পুরস্কৃত ১৩ করপোরেট নেতা

|

লিডার্স ফোরাম বাংলাদেশ (এলএফবি) আয়োজিত লিডারশিপ এক্সিলেন্স সামিট-এ ১৩ জন করপোরেট নেতা পুরস্কৃত হয়েছেন। তাদের মধ্যে টেকসই লিভিং লিডারশিপ’ পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান রাজ।

রাজধানীর শেরাটন হোটেলে সম্প্রতি লিডারশিপ এক্সিলেন্স সামিট অনুষ্ঠিত হয়। সেখানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান অন্যান্য জুরি সদস্যদের উপস্থিতিতে পুরস্কারটি হস্তান্তর করেন।

শহীদুজ্জামান রাজ সিমেন্ট শিল্পে অসামান্য অবদানের জন্য এবং বাংলাদেশের সামগ্রিক বিল্ডিং উপাদান শিল্পে ইতিবাচক ভূমিকা রাখার জন্য স্বীকৃতি লাভ করেছেন। তিনি পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি তার কার্যক্রমের জন্যও পরিচিত। তার ২০ বছরেরও বেশি প্রগতিশীল এবং সমৃদ্ধ পেশাদার অভিজ্ঞতার পাশাপাশি শিল্পের স্বীকৃতি রয়েছে।

বিল্ডিং ম্যাটেরিয়ালস শিল্পে রাজের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা। কাজ করেছেন লাফার্জ হোলসিম, সিমেক্স এবং সিয়াম সিটি সিমেন্টের মতো বিশ্বের শীর্ষ বিল্ডিং ম্যাটেরিয়াল কোম্পানিতে।

পেশার পাশাপাশি তিনি বহুজাতিক ও আন্তর্জাতিক সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএসহ একাধিক ডিগ্রি লাভ করেছেন শহীদুজ্জামান রাজ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply