স্পেনে ৫ টন কোকেনের চালান জব্দ

|

জব্দকৃত কোকেনের বাজার মূল্য প্রায় ১২ কোটি ডলার। ছবি : সংগৃহীত

স্পেনে ৫ টন কোকেনের চালান জব্দ করেছে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১২ কোটি ডলার। শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পুলিশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ক্যানারী দ্বীপপুঞ্জে গবাদি পশু নিয়ে যাওয়ার একটি জাহাজে অভিযান চালানো হয়। যৌথ অভিযানে পুলিশকে সহায়তা করে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এ সময় কয়েক ডজন বাক্স থেকে পাওয়া যায় কোকেন।

পুলিশ জানায়, এ সময় জাহাজের চালক ও সন্দেহভাজন ২৮ জন ক্রুকে আটক করা হয়। মাদক পাচারকারীরা পাচারের নতুন কৌশল হিসেবে এ ধরনের জাহাজ বেছে নিচ্ছে। কারণ, এগুলো বিভিন্ন দেশের বন্দরে থামে। তাই তাদের চালান দিতে সুবিধা হয়।

উল্লেখ্য, ইউরোপের মাদক কারবারিরাও এখন পাচারের সহজ পথ হিসেবে স্পেনকে বেছে নিচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে স্পেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply