রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে সমঝোতার পরামর্শ বিশিষ্টজনদের

|

বর্তমান সাংবিধানিক কাঠামোয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না বলে মনে করেন বিশিষ্টজনরা। এক্ষেত্রে সংবিধান সংশোধনসহ রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে সমঝোতার পরামর্শ দিয়েছেন তারা।

শনিবার (২৮ জানুয়ারি) ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ‘সংবিধান সংশোধনের অপরাজনীতি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তারা এই মতামত দেন।

সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেন, যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে, তা অসাংবিধানিক। এরপর থেকে সব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ভোটাররা। পরিবর্তন না হলে আগামী নির্বাচনেও একই পরিস্থিতি হবে।

সুষ্ঠু নির্বাচন ছাড়া এক্ষেত্রে আইনি সংস্কার ও ক্ষমতার ভারসাম্য আনা সম্ভব না বলে মত দিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। আর গণসংহতি আন্দেলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন আদায়ে বিরোধী রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ।

রাতে ভোট চুরির ব্যবস্থা থেকে বের হতে রাজনৈতিক দলগুলোর সমঝোতার ওপর জোর দিয়েছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply