আওয়ামী লীগ সবার সাথে খেলেই জিততে চায়: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপিসহ সব দল সব দল পূ্র্ণশক্তি নিয়েই নির্বাচনী মাঠে নামুক; আওয়ামী লীগ তাদের সঙ্গে খেলেই জিততে চায়। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৮ জানুয়ারি) রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা খেলে জিততে চাই। বিএনপির সাথে খেলেই আমরা জিততে চাই; যেভাবে জিতেছি ২০০৮ সালে, ২০১৮ সালে। এসময় তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া, না নেয়া একেকটি দলের সিদ্ধান্ত। তবে আওয়ামী লীগ চায় সবাই নির্বাচনে অংশ গ্রহণ করুক।

উল্লেখ্য, পাঁচ বছর পর আগামীকাল (২৯ জানুয়ারি) রাজনৈতিক সফরে রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুরো শহর সেজেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে। চলছে প্রচার-প্রচারণা। প্রস্তুতি পরিদর্শন করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগের সভায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। সেই সাথে, প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার মোট ৩১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন তিনি।

আরও পড়ুন: মৃত ইস্যু নিয়ে রাজনীতি করছে বিএনপি: শিক্ষামন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply