ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা

|

ছুটির দিনে সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীরা আসতে শুরু করেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলায় বিশাল মূল্য ছাড় দেয়া স্টলগুলোতেই বেশি ভিড় করছেন ক্রেতারা। সমাগম বাড়ায় বিক্রেতা, মেলার আয়োজক ও প্রবেশ টিকিটের ইজারাদার বেশ খুশি।

রফতানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, মেলা শেষের দিকে জমজমাট হচ্ছে। বিক্রিও বেশ ভালো। স্টল মালিকরা অনেকেই নির্ধারিত সময়ের ভেতর চালু করতে পারেনি। সময় বাড়ানো বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানোনো হয়েছে।

এদিকে, সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে ইপিবি। ছুটির দিন হওয়ায় বিপুলসংখ্যক দর্শনার্থী-ক্রেতার আগমনের কথা চিন্তা করে বিআরটিসির ১৫২টি শাটল বাস চালু রেখা হয়েছে। ক্রেতারা বলেন, একটু দূরে হওয়ায় আসতে অসুবিধা হয়েছে। তবে আসার পর পণ্য দেখে ও কম দামে কিনতে পেরে তারা খুশি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply