ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অকল্যান্ড, জরুরি অবস্থা জারি

|

বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। পানিতে ডুবে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর নিউ ইয়র্ক টাইমসের।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পানিতে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বহু মানুষকে।

এদিকে ভারি বন্যায় তলিয়ে রয়েছে রাস্তাঘাট। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। অকল্যান্ডে বাতিল করা হয়েছে সকল ধরনের ফ্লাইট। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। পরিস্থিতির আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দুর্যোগপূর্ণ রাজ্যটি পরিদর্শন করেছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply