পেরুর আন্দোলনে স্থবির বাণিজ্যিক কার্যক্রম, সীমান্তে আটকা হাজারো লরি

|

ছবি : সংগৃহীত

চলমান সরকার বিরোধী আন্দোলনের জেরে পেরু-বলিভিয়া সীমান্তে আটকা পড়েছে হাজার-হাজার পণ্যবাহী ট্রাক। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশাগুয়াদেরো ক্রসিংয়ে পাথর ও বেড়া দিয়ে সড়ক বন্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। খবর রয়টার্সের।

বিক্ষোভকারীদের এ অবরোধে সীমান্তে আটকা পড়ে অসংখ্য লরি। এছাড়া প্রায় ৪০ দিন ধরে অপেক্ষায় রয়েছে সীমান্তের দু’পাশের পণ্যবাহী শতশত ট্রাক। টানা অবরোধে স্থবির হয়ে পড়েছে বাণিজ্যিক কার্যক্রম।

সাীমান্তে আটকা পড়া লরি। ছবি : সংগৃহীত

বলিভিয়ার সাথে পেরুর প্রধান চলাচলের সীমান্তটি জানুয়ারি মাসেই বন্ধ ছিল ২৩ দিন। গত ডিসেম্বরেও ১২ দিন হয়নি যান চলাচল। সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর নিঃশর্ত মুক্তি, আগাম নির্বাচন এবং সংবিধান সংস্কারের দাবিতে উত্তাল লাতিন দেশটি। চলমান সহিংসতায় এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৬০ জন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply