আইএমএফ’র সাথে সমঝোতার পরও পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

|

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র সাথে বেইল আউট বা ঋণছাড় নিয়ে সমঝোতায় পৌঁছানোর পরও; নিজস্ব মুদ্রা- রুপির রেকর্ড দরপতন দেখলো পাকিস্তান। খবর এপির।

এ তথ্য জানায় দেশটির মুদ্রা লেনদেন প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন। তাদের বিবৃতিতে উঠে আসে, এক ডলারের বিপরীতে ২৩০ রুপি লেনদেনের মাধ্যমে বুধবার শেষ হয় পুঁজিবাজার। কিন্তু বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার একঘণ্টার মাথায় সেটি বেড়ে দাঁড়ায় ২৫৫ রুপিতে।

ইসিএপি প্রেসিডেন্ট মালিক বোস্তান বলেন, এক্সচেঞ্জ কোম্পানিগুলোতেই ডলারের দর ছিল ২৪৫ রুপি। ব্যাংকগুলোর মধ্যে লেনদেনের এই হার গতকালও ২৩০ রুপি ছিল। যা আগামী কয়েকদিন ২৬০ থেকে ২৬৫’র মধ্যে ওঠানামা করবে। দরপতনের এই সুযোগ লুফে নিচ্ছে কালোবাজারীরা। ব্যাংক এক ডলার কিনছে ২২৫ রুপিতে। অন্যদিকে, কালোবাজারে সেটি ২৬০ রুপিতে কেনা হচ্ছে। মন্দার বাজারে কে ৩৫ রুপির লোকসান গুনবে?

আগামী সপ্তাহ পর্যন্ত দরপতনের এই ধারা অব্যাহত থাকবে এমনটা ইঙ্গিত বাজার বিশ্লেষকদের। চলতি মাসেই ৬ বিলিয়ন ডলারের ঋণছাড়ের প্যাকেজ পেতে আইএমএফ’র শর্ত মানার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপরই দেখা দেয় পুঁজি বাজারে অস্থিরতা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply