কিয়েভে রাশিয়ার নতুন হামলায় একজন নিহত, আহত ২

|

ছবি : সংগৃহীত

রাশিয়ার নতুন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বন্দর নগরী ওডেসার একাংশ। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কিয়েভে ছোঁড়া রুশ রকেটের আঘাতে নিহত হয়েছেন একজন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। খবর আলজাজিরার।

প্রধানমন্ত্রী ডেনিস মিহাল জানান, রাজধানীর দুটি এলাকার জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা ছিল রুশ হামলার লক্ষ্য। হামলায় ক্ষেপণাস্ত্রের আঘাতে ৫৫ বছর বয়সী এক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। সাব-স্টেশনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া কিয়েভের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় জ্বালানো যাচ্ছে না হিটার। কিছু এলাকায় পানির সরবরাহও বন্ধ রয়েছে।

এদিকে, বন্দর নগরী ওডেসার জ্বালানি কেন্দ্রগুলো লক্ষ্য করেও চালানো হয়েছে হামলা। তীব্র পানির সংকটে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। প্রশাসনের দেয়া ট্যাংক থেকে সংগ্রহ করছে সুপেয় পানি। ইউক্রেনীয় বাহিনীর দাবি, ৫৫টি মিসাইল ছোঁড়া হয়েছিল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ৪৭টি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে।

এএআর/





সম্পর্কিত আরও পড়ুন







Leave a reply