ব্যবসায়ীদের সহায়তা দেয়া গেলে বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

ব্যবসায়ীদের নীতি সহায়তা দেয়া গেলে ২০৩০ সালের মধ্যে একশ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বললেন, সমস্যা হচ্ছে অনেক পরিকল্পনা সময়মতো বাস্তবায়ন না হওয়া। কথায় যতটা স্মার্ট, কাজে ততটা নয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) কার্যালয়ে ব্যবসার পরিবেশ সূচক নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এমসিসিআই এর করা ব্যবসার পরিবেশ সূচককে খানিকটা অগ্রগতি হলেও এখনো তা সন্তোষজনক নয় বলে উল্লেখ করা হয়। ১০টি সূচকের ৫টিতেই পিছিয়েছে বাংলাদেশ। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এখনও অনেক সংস্কার দরকার বলে মন্তব্য করা হয় প্রতিবেদনে।

টিপু মুনশি বলেন, অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অংশগ্রহণ বাড়াতে হবে। এ খাতের উদ্যোক্তাদের অর্থায়ন একটি বড় সমস্যা। এটি দূর করা দরকার। বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদ্যমান বিনিয়োগকারীদের আস্থা আগে অর্জন করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply