অস্ত্র আইন কড়াকড়িতে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কমলা হ্যারিসের

|

লস অ্যাঞ্জেলসে ম্যাস শুটিংয়ের ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। ছবি : সংগৃহীত

অস্ত্র আইন কড়াকড়ি করতে মার্কিন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বুধবার (২৫ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসে ম্যাস শুটিংয়ের ঘটনাস্থল পরিদর্শনকালে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

তিনি বলেন, পরিস্থিতির পরিবর্তন না হলে এ ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটতেই থাকবে। হুমকির মুখে পড়বে সাধারণ নাগরিকদের নিরাপত্তা। এ অবস্থায় সব রাজ্যগুলোতে অস্ত্র আইন কড়কড়ির বিকল্প নেই। এ সময় অস্ত্র আইন কঠোর করতে মার্কিনীদের আরও সচেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট।

ঘটনাস্থল সফরকালে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান কমলা হ্যারিস। গত সপ্তাহে রাজ্যটিতে দফায় দফায় বন্দুক হামলার ঘটনা ঘটে।

কমলা হ্যারিস আরও বলেন, জনগণের হাতেই রয়েছে সব ক্ষমতা। তারাই পারেন অস্ত্র আইন কড়াকড়ির এ প্রক্রিয়াকে গতিশীল করতে। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। সোচ্চার হতে হবে এ আইন সংস্কারের জন্য।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply