প্রথম ওয়ানডেতে টাইগারদের জয়

|

তামিম- সাকিবের রেকর্ড গড়া জুটি আর মাশরাফীর বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩১ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

গায়নায় শুরুটা অবশ্য ভাল হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারে জেসন হোল্ডারের বলে শূন্য রানেই ফেরেন এনামুল বিজয়। এরপর হালকা বৃষ্টিতে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও ক্যারিবিয়ানদের ভেজা উইকেটের ফায়দা নিতে দেননি তামিম ও সাকিব।

দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২০৭ রানের জুটি গড়েন তারা দুজন। সাকিব ৯৭ রানে আউট হলেও ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে তামিম অপরাজিত থাকেন ১৩০ রানে। মাঝে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে সাব্বির ফিরে গেলেও ১১ বলে ৩০ রানের এক টর্নেডো ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

শেষ দুই ওভারে বাংলাদেশ ৪৩ রান তুললে ৪ উইকেটে ২৭৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৭ রানে মাশরাফীর বলে ফেরেন ১৭ করা এভিন লুইস। ইনিংসে সর্বোচ্চ ৫২ রান আসে সিমরন হ্যাটমায়ারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্রিস গেইল। মাশরাফী বিন মোর্ত্তজা নেন ৪ উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply