হংকংয়ের কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ অন্তত ১৩

|

২২ ক্রু নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সমুদ্রসীমায় ডুবে গেছে হংকংয়ের পতাকাবাহী একটি কার্গো জাহাজ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার টোকিও ও সিউল প্রশাসন জানিয়েছে এ তথ্য। মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে হংকংয়ের পতাকাবাহী কার্গো শিপ জিন তিয়ান। সাহায্য চেয়ে বার্তা পাঠায় দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে। জেজু দ্বীপ থেকে দেড়শ’ কিলোমিটার দক্ষিণে ডুবে যায় জাহাজটি।

এদিকে, দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের সহায়তায় ভোরের দিকে উদ্ধার করা হয় দু’জনকে। আশ্রয় দেয়া হয় জেজু দ্বীপে। কয়েক ঘণ্টা পর উদ্ধার করা হয় আরও ৭ জনকে। নিখোঁজদের সন্ধানে বিমান ও জাহাজ নিয়ে অভিযান চলছে। জিন তিয়ানের ক্রুদের ১৪ জন চীনের নাগরিক। বাকিরা মিয়ানমারের।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply