নিয়ন্ত্রণে ঢাবির মৈত্রী হলের অগ্নিকাণ্ড

|

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকে জানানো হলে আসার মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা।

মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা জানিয়েছেন, বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে হলের সিঁড়ির পাশের স্টোর রুমে আগুন লাগে। রুমটা বাইরে থেকে তালা দেয়া থাকায় ঘন কালো ধোঁয়ার সৃষ্টি হয়। এতে সমগ্র হলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে হলের কর্মচারীদের জানানো হয়। তারা এসে ওই রুমের তালা ভাঙলে দেখা যায় রুমের ভেতরের জিনিসপত্র সব পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে হলের কয়েকজন কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। তারা এখন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

হলের শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস এসে কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলায় উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply