নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী :

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে শ্রীনিধি রেলওয়ে স্টেশনে একজন এবং দুপুরে কড়ইতলা রেলক্রসিং এলাকায় আরও একজনের মৃত্যু হয়।

নিহতরা হলো, রায়পুরার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের কাশেম মিয়া (৪৫) এবং চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা গ্রামের কর্ন বিশ্বাস (৬২)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রবণ প্রতিবন্ধী কাশেম মিয়া রায়পুরার সাধুনগর গ্রামের পাশে থাকা রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় পেছন থেকে আসা ঢাকামুখী এগারসিন্দুর এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে সে রেল লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে একই উপজেলার কড়ইতলা রেলক্রসিংয়ের পাশ দিয়ে রেল পাড় হতে গেলে চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেসের নিচে কাটা পড়েন কর্ন বিশ্বাস। নিহতদের নিজ গ্রামে ঘটনা ঘটায় পুলিশ খবর পাওয়ার আগেই স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে বলে জানায় ভৈরব রেলওয়ে থানা পুলিশ। ইতোমধ্যে নিহতদের বাড়িতে পুলিশ পৌঁছেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply