‘ব্রাজিলের নতুন কোচের তালিকায় এনরিকে কেন?’

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলের নতুন কোচের তালিকায় লু্ইস এনরিকের নাম দেখে চটেছেন লুইস ফিলিপ স্কলারি। ব্রাজিলের কোচ হতে এনরিকের কী যোগ্যতা আছে সে প্রশ্নও ছুড়ে দিয়েছেন ব্রাজিলকে সবশেষ ২০০২ সালের বিশ্বকাপ জেতানো এই কোচ। খবর ফুটবল এস্পানার।

তিতের বিদায়ের পর থেকেই হন্য হয়ে কোচ খুজছে ব্রাজিল। সেই তালিকায় এসেছে কার্লো আনচেলত্তি, হোসে মরিনিও এবং কাতার বিশ্বকাপে স্পেনের কোচ লুইস এনরিকের নাম। আর তাতেই ক্ষেপেছেন ব্রাজিলকে সবশেষ বিশ্বকাপ জেতানো কোচ। এনরিকেকে ভালো কোচ বললেও ব্রাজিলের কোচ হওয়ার মতো অর্জন তার নেই বলে মন্তব্য করেছেন স্কলারি।

ছবি: সংগৃহীত

স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে স্কলারি বলেন, এনরিকেকে কেন বিবেচনা করা হচ্ছে? সে আসলে কোচ হিসেবে কী জিতেছে? সে ভালো কোচ। কিন্তু ব্রাজিলের কোচ হতে তো সাফল্য থাকতে হবে। কী দেখে তার কথা ভাবা হচ্ছে! মরিনিও তো তাও কিছু জিতেছে। তার একাধিক সাফল্য আছে। আমি মনে করি, ব্রাজিলের কোচ হিসেবে দক্ষিণ আমেরিকারই কাউকে নিয়োগ দেয়া উচিত। ইউরোপের কাউকে নয়।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply