শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

|

আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে-সচেতন শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তোলা হয়েছে এ অভিযোগ।

প্রশাসনের মধ্যে থাকা তৃতীয় পক্ষই কোটা সংস্কার আন্দোলন পরিচালনা করছে বলে মন্তব্য করেন শিক্ষকরা। শিক্ষকরা বলেন, এদের উদ্দেশ্যে দুরভিসন্ধিমূলক। যেসব শিক্ষক কোটা আন্দোলনকারীদের পক্ষে সমাবেশ করছেন তাদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও জানানো হয়।

কোটা ইস্যুতে সরকার কমিটি গঠন করে দেয়ার পরও আন্দোলন চালিয়ে যাওয়াকে অযৌক্তিক আখ্যা দেন অনেকে। এ আন্দোলন ঘিরে নিরপরাধ কাউকে আটক করা হলে তাদের মুক্তি দেয়ার অনুরোধও জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply