ফুটবলে প্রথমবার দেখা গেলো ‘সাদা কার্ড’

|

ছবি : সংগৃহীত

পর্তুগালে উইমেন্স কাপে প্রথমবারের মত দেখা গেছে সাদা কার্ডের ব্যবহার। ম্যাচ চলার একপর্যায়ে রেফারি এ ‘সাদা কার্ড’ প্রদর্শন করেন।

হলুদ ও লাল কার্ডের সাথে ফুটবল ভক্তরা আগে থেকেই পরিচিত। তবে ওই দুই কার্ডের পাশাপাশি পর্তুগালে নেয়া হয়েছে সাদা কার্ড ব্যবহারের নতুন উদ্যোগ। এ কার্ডের মানে হলো ‘ফেয়ার প্লে’র স্বীকৃতি।

জানা গেছে, উইমেন’স কাপে স্পোর্টিং লিসবন ও বেনফিকার ম্যাচ চলাকালীন বিরতির খানিক আগে ডাগআউটে একজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় দুই দলের মেডিকেল স্টাফরা তার চিকিৎসা করেন। তখন তাদের উদ্দেশ্যে ওই সাদা কার্ড দেখান রেফারি কাতারিনা কাম্পোস। বিষয়টি গ্যালারির সমর্থকরাও অবশ্য বেশ ভালো ভাবেই নিয়েছেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply