জানুয়ারিতেই ৩৬টি ‘ম্যাস শুটিং’, স্তম্ভিত যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

নতুন বছরের শুরুতেই ক্যালিফোর্নিয়ায় এলোপাতাড়ি গোলাগুলির ঘটনায় স্তম্ভিত পুরো যুক্তরাষ্ট্র। শোক ও শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে নিহতদের। জরিপ বলছে, জানুয়ারির প্রথম তিন সপ্তাহেই আগ্নেয়াস্ত্র সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছে আড়াই হাজারের বেশি মানুষের। এরমধ্যে, ম্যাস শুটিং বা এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে ৩৬টি। খবর সিএনএনের।

অস্ত্র সহিংসতার ভয়াবহতায় নতুন বছরের শুরুতেই শোকাচ্ছন্ন পুরো যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ায় ম্যাস শুটিংয়ের ঘটনার পর ২ দিন পার হতে চললেও এখনও থমথমে লস অ্যাঞ্জেলেস। চান্দ্রবর্ষ বরণের জমকালো অনুষ্ঠানে চলে ওই হামলা।

যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সহিংসতার ভয়াবহ তথ্য উঠে এসেছে জরিপে। যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ বলছে, জানুয়ারির প্রথম ৩ সপ্তাহেই দেশটিতে অস্ত্র সহিংসতায় প্রাণ গেছে আড়াই হাজারের বেশি মানুষের। এরমধ্যে হামলা, গোলাগুলি ও উদ্দেশ্যপ্রণোদিত নয়- এমন গোলাগুলির ঘটনায় প্রাণ গেছে ১ হাজারের বেশি মানুষের। আর, আত্মঘাতী হওয়ার সংখ্যা দেড়হাজার।

এরমধ্যে, ম্যাস শুটিং বা এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে ৩৬টি। যাতে প্রাণ গেছে ৬৮টি জনের। হামলায় শুধু ভিকটিমই নয়, প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর অনেক কর্মকর্তাদেরও। হতাহতদের মধ্যে রয়েছে অনেক শিশু-কিশোরও। এ অবস্থায় আবারও আলোচনায় উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন কড়াকড়ির ইস্যুটি।

গেল বছরের জুলাইয়ে সাধারণ নাগরিকদের স্বয়ংক্রিয় অস্ত্র বা অ্যাসল্ট ওয়েপন ব্যবহারে কড়াকড়ি আরোপ করতে বিল পাস হয় যুক্তরাষ্ট্রে। এটি আইনে পরিণত হলে এআর-১৫, এম-১৬ কিংবা একে-৪৭ এর মতো অ্যাসল্ট রাইফেল সাধারণ মানুষের হাতে আসা কঠিন হয়ে উঠবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply