জনপ্রিয় অভিনেতা অমল বোসের প্রয়াণ দিবস আজ

|

আজ জনপ্রিয় অভিনেতা অমল বোসের মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের আজকের দিনেই ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। পেছনে ফেলে যান নিজের সব সৃষ্টি, কীর্তি ও সৃজনশীলতা।

১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জন্মগ্রহণ করেন অমল বোস। ষাটের দশক থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হন তিনি। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনে ছিল তার উজ্জ্বল পদচারণা।

১৯৬৬ সালে ‘রাজা সন্ন্যাসী’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর ‘নীল আকাশের নীচে’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন অমল বোস। অভিনয়ের পাশাপাশি সত্তরের দশকে ‘কেন এমন হয়’ সিনেমা পরিচালনা করেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ‘নানা-নাতি’র মাধ্যমে বহুল আলোচিত হন।

নব্বই দশকে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘আজকের প্রতিবাদ’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অমল বোস। প্রয়াণ দিবসে এই অভিনেতার প্রতি জানাচ্ছেন সকলে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply