সন্ত্রাসী হামলায় ১১ ইরানি সীমান্তরক্ষী নিহত

|

ইরাক সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত ১১ ইরানি সীমান্তরক্ষী। অজ্ঞাত বন্দুকধারীদের হামলা ও রাতভর সহিংসতায় আহত হন আরও ৮ সেনা।

শুক্রবার ইরানের মারিভান শহরে সীমান্তরক্ষী বাহিনী- রেভল্যুশনারি গার্ডসের ওপর এ হামলা হয়।

দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, প্রথমে নিরাপত্তা চৌকিতে বন্দুক হামলা; পরে অস্ত্রভাণ্ডারে বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

কুর্দিদের সশস্ত্র সংগঠন ‘পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তান’-কে দায়ী করেছে প্রশাসন।

অঞ্চলটিতে প্রায়ই আইএস’র মতাদর্শে বিশ্বাসী কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘাত হয়। তবে গেলো কয়েক বছরে এটাই সর্বোচ্চ ইরানি সেনা প্রাণহানির ঘটনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply