ঝিনাইদহে মিলেছে ৬ শিংয়ের গরু!

|

ঝিনাইদহ প্রতিনিধি:

অদ্ভুত এক গরুর সন্ধান মিলেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বহরামপুর গ্রামে। সাধারণত একটি গরু বা গাভীর মাত্র ২টি শিং স্বাভাবিকভাবে দেখা হয়। কিন্তু এখানে সন্ধান মিলেছে ৬ শিংয়ের গরু।

এ অস্বাভাবিক ও বিরল ঘটনাটি এলাকায় ও আশেপাশে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন জায়গা থেকে বিরল এ ঘটনা দেখতে আসতে শুরু করেছে দর্শনার্থীরা।

ওই গ্রামের শিপন মন্ডল জানান, এমন অস্বাভাবিক গরু সচরাচর দেখা যায় না। ছোটবেলা থেকে লালন পালন করেছেন গরুর মালিক মোশারফ হোসেনের স্ত্রী। এ গরুটির কথা এলাকায় জানাজানি হয়ে পড়ায়, প্রতিনিয়ত গরুটি দেখতে দর্শনার্থীরা ভিড় করছেন।

গরুর মালিক মোশারফ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমি গরু পালন করে আসছি। এর আগে এমন বাছুর দেখিনি কোনো দিন। গত দুই বছর আগে গরুটি জন্ম গ্রহণ করে। ওই বাছুরটি স্বাভাবিক গরুর মতই ছিল।

তিনি বলেন, গরুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিংও বাড়তে থাকে। জন্মের ৬ মাস পর দেখা যায় আরও দুইটি সিং। এর কয়েক মাস পর দেখা যায় আরও দুটি সিংয়ের। বর্তমানে গরুটির মাথায় ৬টি শিং রয়েছে। তবে আরও শিং গজাতে পারে বলে মনে করছেন গরুর মালিক মোশারফ হোসেন।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, এটা জন্মগত হতে পারে। তিনি উদাহরণ দিয়ে বলেন, যেমন মানুষের হাতে পায়ে বাড়তি আঙ্গুল গজায়। ঠিক তেমন আরকি। এটা একটা বিশেষ গরু। ওই বিশেষ গরুটি দেখার আগ্রহও প্রকাশ করলেন ওই কর্মকর্তা। তবে এখন পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply