উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছাতে ঢাকার পাশে থাকবে বিশ্বব্যাংক

|

উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক, এ মন্তব্য করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকায় বিশ্বব্যাংকের অংশীদারিত্ব বিষয়ক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ হতে রাজস্ব ও আর্থিকখাতে কাঠামোগত সংস্কার প্রয়োজন। অবকাঠামো উন্নয়ন এবং রফতানি পণ্য বহুমুখীকরণে বাড়াতে হবে মনোযোগ। নারীর ক্ষমতায়ন, মানব উন্নয়নে বিনিয়োগ, মহামারি ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশ সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে। জানান, দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা করছে বিশ্বব্যাংক। করোনার সময় বাজেট সহায়তা এবং কোভিড-১৯ ভ্যাকসিন কেনায় অর্থায়ন করে বহুজাতিক এই সংস্থাটি।

অংশীদারিত্বের ৫০ বছর উপলক্ষ্যে সংস্থাটি ঢাকায় উন্নয়ন ও অগ্রগতির চিত্র প্রদর্শনীর আয়োজন করে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply