নাসিরের সাফল্যের কারণ অনুপ্রেরণা

|

ছবি: সংগৃহীত

দল ঢাকা ডমিনেটরস খারাপ করলেও ব্যাট ও বল হাতে দারুণ ধারাবাহিক নাসির হোসেন। চলতি আসরের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে পাল্লা দিচ্ছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

নাসির বললেন, ফিটনেসটা ভালো অবস্থায় নেই। তারপরও এই সাফল্যের পেছনের কারণ অনুপ্রেরণা।

বিপিএলের চলতি আসরে নাসির হোসেনের ব্যাট কথা বলছে। ঢাকা ডমিনেটরসের এই অধিনায়ক ব্যাট করছে চারে কিংবা পাঁচে। বল খেলার সুযোগ পাচ্ছেন বেশি। আর সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন। জানালেন, লাইফস্টাইল বদলাননি তিনি, আগের মতোই আছেন। তবে অনুপ্রেরণা দেয়ার কেউ একজন আছেন বলেই সাফল্য পাচ্ছেন। আর এটাই নাকি রহস্য ।

শুক্রবার (২০ জানুয়ারি) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেয়া সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, আমি একটি সুযোগের আশায় ছিলাম, আগে এই সুযোগ পায়নি। তবে এখন সেই সুযোগ পেয়েছি, তাই ব্যাটিং পারফর্ম ভালো হচ্ছে। আমার জীবনযাপন আগেও যেমন ছিল, এখনও ঠিক একই রয়েছে। তবে এখন অনুপ্রেরণা দেয়ার জন্য কেউ একজন আছেন। এই জন্যই সাফল্য পাচ্ছি। আর এটাই সিক্রেট।

ছবি: সংগৃহীত

এবার বিপিএলের প্রথম ৬ ম্যাচে ব্যাট হাতে নাসির করেছেন দ্বিতীয় সর্বাধিক ২৬৯ রান, গড় প্রায় ৯০, স্ট্রাইক রেট ১৩০। ৫ ইনিংসে বল করে নিয়েছেন ৭টি উইকেট। কিন্তু তাতেও সন্তুষ্ট নন এই ক্রিকেটার, এখন মনোযোগ ফিটনেসে।

নাসির হোসেন আরও বলেন, সত্যি কথা বলতে আমার ফিটনেস নিয়ে আরও কাজ করতে হবে। আশা করি এজন্য আমি বোর্ডের সহযোগিতা পাবো।

/আরআইএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply