সমাবেশ ঘিরে গানে গানে ভ্রাম্যমাণ শোভাযাত্রা

|

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ ও দেশের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ কর্তৃক আয়োজন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণসংবর্ধনা।

সকাল থেকেই বৃষ্টি উপক্ষো করে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সাথে সাথে নেতাকর্মীদের উৎসাহ দেয়ার জন্য সমাবেশস্থলে আশেপাশে রয়েছে বিভিন্ন ভ্রাম্যমাণ গানের আয়োজন। ট্রাকে করে শিল্পীরা গান গেয়ে উৎসাহ দিচ্ছেন তারা। দলসমর্থিত সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করে ভ্রাম্যমাণ শোভাযাত্রসহ গান বাজনার। গানের সাথে সাথে তথ্যচিত্রে তুলে ধরা হচ্ছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার গুনগাণ। জানানো হচ্ছে আওয়ামী সরকারের নানা উন্নয়নের তথ্য।

এছাড়া যুবলীগ কর্তৃক নির্মাণ করা হয় গণসংবর্ধণা বুথ, সেখানে সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রকাশনা ও লিফলেট।

বেলা ১২টা থেকে নেতাকর্মীদের প্রবেশের জন্য মূল সমাবেশস্থল খুলে দেয়া হয়। এর আগে, সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন ফটকের সামনে অবস্থান নেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply