শিল্পখাতে ব্যবসায়ীদের কেনা দামেই গ্যাস নিতে হবে; সংসদে প্রধানমন্ত্রী

|

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

শিল্পখাতে নিরবিচ্ছিন্ন গ্যাস পেতে হলে ব্যবসায়ীদেরকে কেনা দামেই নিতে হবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কোনো দেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি দেয় না। গ্যাস, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে ৪০/৫০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়াও সম্ভব নয় বলে এ সময় জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভর্তুকির টাকা তো জনগণের টাকা থেকেই দেয়া হয়। তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০৩০ সালে ৩০ হাজার ও ২০৪০ সালে ৪০ হাজার মেগাওয়াট হবে। তাই খুব শিগগিরই দেশের জ্বালানি সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: শিল্পখাতে গ্যাসের দাম আরেক দফা বাড়লো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply