আইএমএফের ঋণ: ‘অনুমোদনের জন্যে বোর্ড সভায় উপস্থাপন করা হবে ৩০ জানুয়ারি’

|

আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় সাড়ে চারশ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদনের জন্যে উপস্থাপন করা হবে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকা সফররত সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অ্যান্তইনেত মনসিও সায়েহ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএমএফর এ ডিএমডি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের সুযোগ হয়েছে। ওই বৈঠকগুলোতে গেলো এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামজিক উন্নয়নের প্রশংসা করা হয়।

অ্যান্তইনেত মনসিও সায়েহ বলেন, এ সময়ে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি জীবনমানের উন্নয়ন হয়েছে। জিডিপির অনুপাতে ঋণের হার নিম্ন পর্যায়ে আছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে একসাথে কাজ করবে আইএমএফ। ৪৫০ কোটি ডলারের মধ্যে ৩২০ কোটি ডলার বাংলাদেশ বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করতে পারবে। বাকি ১৩০ কোটি ডলার খরচ করতে হবে জলবায়ু ঝুঁকি মোকাবিলার কর্মসূচিতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply